সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে কোভিড-১৯ ভ্যাকসিনের রিপিট ডোজ দেওয়া শুরু

নাটোরে কোভিড-১৯ ভ্যাকসিনের রিপিট ডোজ দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কোভিড-১৯ ভ্যাকসিনের রিপিট ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে নাটোর সদর আধুনিক সদর হাসপাতালে এই টিকা দান কর্মসুচি শুরু করা হয়।

নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, আজ বৃহস্পতিবার শুধুমাত্র রিপিট ডোজ উদ্বোধন করা হলো। তবে আজ পুরোদমে টিকা দেওয়া সম্ভব হবে না। নাটোরের সিডিউল অনুযায়ী আগামীকাল শুক্রবার বরাদ্দকৃত ভ্যাকসিন এসে পৌঁছালে পুরোদমে শুরু করা হবে। যারা এর আগে প্রথম ডোজ টিকা নিয়েছেন সময়মত তাদের মোবাইলে রিপিট ডোজ দেওয়ার তারিখের ম্যাসেজ যাবে।

আরও দেখুন

জলাবদ্ধতায় ২ হাজার বিঘা জমির দুই ফসল

চাষাবাদ বন্ধ ১৫ বছর  নিজস্ব প্রতিবেদক:নাটোরের গুরুদাসপুরে বামনকোলা ও গারিষাপাড়া মাঠের প্রায় দুইহাজার বিঘা জমিতে …