সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে হত দরিদ্রদের জন্য ৪০দিন কর্মসূচি কাজের উদ্বোধন

রাণীনগরে হত দরিদ্রদের জন্য ৪০দিন কর্মসূচি কাজের উদ্বোধন



নিজস্ব প্রতিবেদক, রাণীনগরঃ  
নওগাঁর রাণীনগর উপজেলায় হত দরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০দিন কর্মসূচি কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের ত্রাণের ব্রিজ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এদিন দক্ষিণ রাজাপুর গ্রামের ত্রাণের ব্রিজ হইতে ডিপ পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য হত দরিদ্র ১০৫ জন কর্মসূচির কাজে যোগদেন। এছাড়া উপজেলার আটটি ইউনিয়নে পর্যায়ক্রমে ৯৭৩ জন এ কর্মসূচির কজে অংশগ্রহণ করবেন। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হত দরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০দিন কর্মসূচি কাজের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এ সময় আর উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান, স্থানীয় মহিলা মেম্বার রুমা বেগম প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …