শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / জাতীয় / এবার প্রবৃদ্ধি হতে পারে ৫ শতাংশ: আইএমএফ

এবার প্রবৃদ্ধি হতে পারে ৫ শতাংশ: আইএমএফ


নিউজ ডেস্ক:
দেশে ২০২১ সালে জিডিপির প্রবৃদ্ধি পাঁচ শতাংশ এবং ২০২২ সালে হতে পারে ৭ দশমিক ৫ শতাংশ। এমন আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ।

মঙ্গলবার (৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের সদর দপ্তর থেকে প্রকাশিত বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। ফলে বিশ্বের গড় প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে, যা আগের পূর্বাভাসের তুলনায় শূন্য দশমিক ৮ শতাংশ বেশি।

আইএমএফের এই পূর্বাভাস দেওয়া হয় বছরের ভিত্তিতে। এর আগে গত বছরের অক্টোবরের পূর্বাভাসে আইএমএফ থেকে বলা হয়েছিল—২০২১ সালে ৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, নতুন এ বছরে ভারতের প্রবৃদ্ধি ১২ দশমিক ৫ শতাংশ, মালদ্বীপের ১৮ দশমিক ৯ শতাংশ, শ্রীলঙ্কার ৪ শতাংশ, নেপালের ২ দশমিক ৯ শতাংশ এবং পাকিস্তানের ১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …