সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / সিংড়ায় অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু

সিংড়ায় অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলায় আগুনে পুড়ে সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর রাতে উপজেলার ইটালি ইউনিয়নের বিক্রমপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাগর ওই গ্রামের মোহাম্মদ আবু বক্কর সিদ্দীকি বাবু’র ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ভোর রাতে এটালী ইউনিয়নের বিক্রমপুর দক্ষিণ পাড়া গ্রামে মোহাম্মদ বাবুর ছেলের ঘরে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাবুর ছেলে সাগর ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে দগ্ধ হয়ে মারা যায়। এ সময় স্থানীয়দের ও সিংড়া ফায়ার ব্রিগেডের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে সিংড়া ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে জানানো হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ‌

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …