রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন

বড়াইগ্রামে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে রমজান উপলক্ষে স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বনপাড়া পৌর শহরের রশিদ ডিলারের মোড়ে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এই স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও স্থানীয় সুধীজন। উদ্বোধনী দিনে ৪ শতাধিক সাধারণ মানুষ প্রতি কেজি চিনি ৫৫ টাকা , মসুর ডাল ৫৫ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা, পেঁয়াজ ২০ টাকা, ছোলা ৫৫ টাকা দরে টিসিবি কেন্দ্রগুলি থেকে পণ্য ক্রয় করেন। উপজেলার বিভিন্ন পয়েন্টে করোনা স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার মাধ্যমে এই পণ্য বিক্রি চলমান থাকবে বলে জানান ইউএনও জাহাঙ্গীর আলম।

আরও দেখুন

বিডিআর হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,, বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জানুয়ারি রবিবার …