নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরে ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের জন্য দিনব্যাপী হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, বড়াইগ্রাম হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু তালেব শিকদার, প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়াদ্দার, সহকারী প্রকৌশলী মো. আকরামুজ্জামান ও পৌর সচিব জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ৪৫০ জন কর্মজীবি মায়েদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন।
আরও দেখুন
বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে
ঐক্যের বিকল্প নেই দুলু নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল …