সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ১২ জনের জরিমানা

হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ১২ জনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, হিলি:
করোনা নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দিনাজপুরের হিলিতে ১২ টি মামলায় ১৯ হাজার ১’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার বিকেলে হিলি বাজার, চেকপোষ্ট রোড ও ছাতনী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম।

নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম বলেন, দেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সরকারের বেশকিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এরই আলোকে হাকিমপুর উপজেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এসময় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় পথ চারি ও নিদিষ্ট সময়ে দোকান বন্ধ না করায় ১২ টি মামলা সহ ১৯ হাজার ১ শ টাকা জরিমানা করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …