নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে দুইজন কৃষকের মাঝে দুইটি কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এদুটি মেশিন বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেল এর তত্তাবধায়নে পরিচালন বাজেটের আওয়াতায় উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০% ভূর্তুকি মূল্যে মেশিন দুটি প্রদান করা হয়।
উপজেলার গোনা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃষক মোখলেছুর রহমান ও কৃষক রশিদুল সরদারকে কম্বাইন হার্ভেস্টার মেশিন দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার সামছুজ্জামান প্রমূখ।
