সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / বড়াইগ্রামে লকডাউন মানাতে পুলিশের টহল

বড়াইগ্রামে লকডাউন মানাতে পুলিশের টহল


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন মানাতে দিনভর চলছে পুলিশের টহল। বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিভিন্ন হাট-বাজার ও সড়কের বিভিন্ন স্ট্যান্ডে প্রচারণা চালায়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম সরকারের নেতৃত্বে বনপাড়া পৌর শহর সহ আশে-পাশের এলাকার হাট-বাজারে প্রচারণা ও লকডাউনের নির্দেশনা বাস্তবায়ন করতে পুলিশী তৎপরতা চালায়।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় এবং যানবাহনে মাস্ক ব্যবহার সহ লকডাউনের নির্দেশনা মোতাবেক যানবাহন নিয়ন্ত্রণ করে।

অপরদিকে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ লকডাউনের নির্দেশনা যথাযথ পালন করতে বিভিন্ন স্থানে দিনভর প্রচারণা চালায়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …