নিজস্ব প্রতিবেদক:
নাটোর লকডাউনে শহরের দোকান-পাট বন্ধ থাকলেও রাস্তায় চলাচল করছে জনসাধারণ ও ছোট ছোট যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও লোকজনের সংখ্যা বেড়েই চলেছে। আর জনসাধারণকে লকডাউন মানাতে সকাল থেকেই শহরের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়েছে পুলিশ ।
সোমবার বেলা এগোরোটার দিকে শহরের ভিন্ন ভিন্ন স্থানে পুলিশ ও জেলা প্রশাসন দুই দলে বিভক্ত হয়ে এই অভিযান পরিচালনা করে। পুলিশের হয়ে অভিযানে অংশ নেন পুলিশ সুপার লিটন কুমার সাহা এবং জেলা প্রশাসনের হয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট হাসান মাহামুদ।
এসময় মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব নিশ্চিত ও লকডাউনে গণপরিবহনে নিষেধাজ্ঞা নিশ্চিত করার পাশাপাশি লকডাউন না মেনে দোকান খোলার অপরাধে এক দোকানদারকে ৫’শ টাকা জরিমানা করা হয়। লকডাউন চলাকালীন এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …