নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আজ থেকে দেশ জুড়ে শুরু হয়েছে সাত দিনের লক ডাউন। এদিকে নাটোরের নলডাঙ্গায় সপ্তাহে দুইদিন শনিবার ও মঙ্গলবার হাট বসে। লক ডাউনের মধ্যেও হাট বসবে নলডাঙ্গায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। তবে মানতে হবে কঠোর নির্দেশনা।
কোথাও কোন রকম অনিয়ম মেনে নেয়া হবেনা। স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ী ও ক্রেতাদের বেচা কেনা করতে প্রশাসন পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি। এদিকে আজ সকাল থেকেই নলডাঙ্গা উপজেলা প্রশাসন মাঠে নেমেছে। জনসচেতনতার পাশাপাশি দেখছে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা।
সরকারী নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …