রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / প্রধানমন্ত্রী অনুমতি দিলেই লকডাউন কার্যকর

প্রধানমন্ত্রী অনুমতি দিলেই লকডাউন কার্যকর


নিউজ ডেস্ক:
করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে আপাতত এক সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার। এ নিয়ে একটি রূপরেখা তৈরি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এটি রবিবার সকালে প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ার জন্য তার কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিলেই লকডাউন কার্যকর হবে সারাদেশে।

জানা গেছে, লকডাউন ঘোষণার রূপরেখা চূড়ান্ত করতে শনিবার (৩ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন মন্ত্রিপরিষদ সচিব। বৈঠকে সোমবার সকাল থেকে পরবর্তী সাত দিনের জন্য লকডাউনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা খোলা রাখার প্রস্তাব করা হয়। সঙ্গে খোলা রাখতে বলা হয় জরুরি সেবা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বলছে, শনিবার রাতে লকডাউনের রূপরেখা চূড়ান্ত হয়েছে। বৈঠক শেষ হওয়ার পর লকডাউনের রূপরেখাসহ বৈঠকের একটি সারসংক্ষেপ রবিবার সকালে পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়ার পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …