শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকার বাবার অপহরণ মামলা

পুঠিয়ায় প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকার বাবার অপহরণ মামলা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেছে নাবালিকা প্রেমিকা। এ ঘটনায় নাবালিকা মেয়ের সন্ধ্যান চেয়ে প্রেমিকের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছেন প্রেমিকার বাবা। অভিযোগ পেয়ে প্রেমিক-প্রেমিকা দু’জনকেই খুজছে পুলিশ।

গত ২৮ মার্চ রোববার দু’জনের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে এবং গত ৩০ মার্চ কিশোরী মেয়ের বাবা বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-৪৮/৩০ মার্চ ২১।

নাবালিকা প্রেমিকা কিশোরীর (১৩) বাড়ি উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কাশিয়াপুকুর গ্রামে সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেনীতে পড়ে এবং অভিযুক্ত প্রেমিকের নাম রাকিব (২০) সে জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার জামগ্রাম এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। 

থানায় মামলা সূত্রে জানাগেছে, গত রোববার মৃত শামসুল ইসলামের ছেলে রাকিব (২০) তার কয়েক জন সহযোগীকে নিয়ে সিএনজি যোগে ওই কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে গেছে।

এদিকে স্থানীয়দের বরাত দিয়ে শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, ছেলেটির বাড়ি বাগমারা উপজেলায় এবং মেয়েটির বাড়ি পুঠিয়া উপজেলায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। পারিবারিকভাবে তাদের সম্পর্ক মেনে না নেয়ায় তারা বাড়ি থেকে পালিয়ে গেছে।      

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, এক নাবালিকা কিশোরীকে অপহরণের অভিযোগ এনে তার বাবা থানায় অপহরনণ মামলা দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ভিকটিম উদ্ধার ও আসামীদের আটকের চেষ্টা করছে পুলিশ।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …