নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
সৌখিন কবুতর পালকারীদের বানিজ্যিক খামার গড়তে উৎসাহিত করার লক্ষ্যে নাটোরের আহম্মদপুরে চালু করা হলো পায়রার হাট।
পোটার,বিউটি, লক্ষা, মুক্ষি, ডাউন ফেইস,ইন্ডিয়ান ফান্টেল,সট ফেইস, রেসার, মুন্ডিয়ান, সিরাজী, বোম্বাই, বোখারা, ফিলব্যাক, কিং, মং, আউল, সার্টিন সহ দেশী বিদেশী বাহারি কবুতরের সমারোহে এক মুগ্ধকর পরিবেশ তৌরী হয় উদ্বোধনী দিনেই। হাজার থেকে লাখ টাকার কবুতর স্থান পায় প্রথম দিনেই।
আহম্মদপুর পায়রা পালক সমিতির উদ্যোগে আয়োজন করা হয় পায়রার হাটটি। প্রতি বৃহস্পতিবার বসবে পায়রার এ হাট। এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে পায়রা হাটের উদ্বোধন করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন মিঠু সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
আরও দেখুন
বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …