শনিবার , জানুয়ারি ৪ ২০২৫
নীড় পাতা / জাতীয় / বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুনভাবে করোনার প্রকোপ বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে সব খেলা আয়োজন করার তাগিদ দিয়েছেন তিনি। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভার্চুয়ালি গেমস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে আসন গ্রহণের পর জাতীয় সঙ্গীত বেজে ওঠে। এরপর ক্রীড়াবিদরা সারিবদ্ধ হয়ে মাঠে অবস্থান নেন। ক্রীড়াবিদদের পক্ষে শপথবাক্য পাঠ করেন আরচার রোমান সানা এবং বিচারকদের পক্ষে শপথবাক্য পাঠ করান সাবেক জুডো তারকা কামরুন্নাহার হিরু।

সব শঙ্কা কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ গেমসের এবারের আসরটি ৯ জেলা শহরে হওয়ার কথা ছিল গত বছরের এপ্রিলে।

তবে করোনার কারণে তা পিছিয়ে গেলেও নানা সর্তকতার মেনে এবার তা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিওএ। করোনা সতর্কতা হিসেবে থাকছে তিনস্তরের নিরাপত্তা সেই সাথে আক্রান্তদের দ্রুত আইসোলেশন নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে আয়োজকরারা।

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …