নিজস্ব প্রতিবেদক, লালপুর
নাটোরের লালপুরে সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন উপজেলার পালিদেহা পূর্বপাড়ায় প্রকল্প গ্রাম নির্ধারন, জরিপ এবং পালিদেহা উত্তরপাড়ায় ঋণ আদায় প্রশঙ্গে পরিদর্শন করেন। মঙ্গলবার সকালে তিনি এসব এলাকা পরিদর্শনকালে যেসব গ্রাহক ঋণ দিতে অবহেলা করে তাদেরকে বিভিন্ন ভাবে বুঝিয়ে বলেন।
এছাড়া সমাজসেবার অধীনে থেকে ঋণ গ্রহন করে যারা স্বাবলম্বী হয়েছেন তাদের সফলতার কথা গ্রাহকদের মাঝে তুলে ধরেন। এ সময় পালিদেহা পূর্ব পাড়ায় হযরত জানে আলম আব্দুল জব্বার শেখ ফরিদ (রাঃ) দরবার শরীফ চত্ত্বরে এলাকাবাসীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সেখানে অন্যান্যের মধ্যে ফিল্ড সুপার ভাইজার হাসানুজ্জামান খান, ইউনিয়ন সমাজকর্মী আতাউর রহমান, ঋণ গ্রহিতা মুজদার রহমান, নুরুজ্জামান ও আব্দুল করিম খান বক্তব্য রাখেন।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …