সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে বিদ্যালয়ের সিমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

লালপুরে বিদ্যালয়ের সিমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে উপজেলা পরিষদের রাজস্ব খাতের আওতায় প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সিমান প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধ করেছেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকালে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে সিমান প্রাচীর নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধক্ষ্য বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা কাজী আছিয়া জয়নুল বেনু, গোপালপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলাউদ্দিন মন্ডল প্রমুখ।

উদ্বোধন কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী বলেন,‘৫০ বছরের অবহেলিত এই বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিমানা প্রাচীর নির্মানের মাধ্যমে এই বিদ্যলয়ে উন্নয়ন যাত্রা শুরু হলো। এই উন্নয়নের ধরা আগামিতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।’

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …