সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরে ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস পালিত

নাটোরের লালপুরে ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে আজ (৩০ মার্চ) সকালে উপজেলার ময়না গ্রামে স্থাপিত স্মৃতিসৌধে পুস্পার্ঘ নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন ও নিরবতা পালন করে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এছাড়া শহীদদের আত্মার শান্তি কামনায় বিশষ মোনাজাতও করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধক্ষ্য বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

জলাবদ্ধতায় ২ হাজার বিঘা জমির দুই ফসল

চাষাবাদ বন্ধ ১৫ বছর  নিজস্ব প্রতিবেদক:নাটোরের গুরুদাসপুরে বামনকোলা ও গারিষাপাড়া মাঠের প্রায় দুইহাজার বিঘা জমিতে …