সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ৫ লাখ ইউরো দেবে ইইউ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ৫ লাখ ইউরো দেবে ইইউ


নিউজ ডেস্ক:
সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জরুরি মানবিক সহায়তা হিসেবে এই অর্থ দেবে ইইউ। রোববার ঢাকার ইইউ অফিস থেকে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মানবিক সহায়তা হিসাবে ৫ লাখ ইউরো সহায়তা দেবে ইইউর ইউরোপীয় কমিশন। রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে ইউরোপীয় কমিশনের সঙ্কট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জ্যানেন লেনার্সিক জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১ হাজার রোহিঙ্গা পরিবারদের মধ্যে এই অর্থ পানি, স্যানিটেশন ও আশ্রয়ণ খাতে ব্যয় করা হবে। উল্লেখ্য, গত ২২ মার্চ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিদুর্ঘটনা ঘটে।

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …