সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুলিশের কাজে বাঁধা দেয়ার অপরাধে ১৩ জনের নামে মামলা

পুলিশের কাজে বাঁধা দেয়ার অপরাধে ১৩ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম ( বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের কাজে বাঁধা দেয়ার অপরাধে ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ২৮ মার্চ হেফাজত ইসলামী বাংলাদেশ এর সকাল-সন্ধ্যা হরতাল চলাকালিন বিকেল সাড়ে ৩ টায় নন্দীগ্রাম পৌর এলাকার মাঝগ্রাম পুরাতন রেজিস্ট্রি অফিস মোড়ে রাস্তার উপর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদরের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা বাঁশের লাঠি, কাঠের বাটাম ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এ খবর পেয়ে থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে যায়। পরে তারা এসআই রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্সদের আঘাত করে। এ সময় থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে ২৮ মার্চ রাতে থানায় ১৩ জনের নাম উল্লেখ করে ও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তারকৃত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের চাচাতো ভাই জুয়েল রানা ও উপজেলার নুনদহ গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলামকে ২৯ মার্চ বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …