শনিবার , জানুয়ারি ১১ ২০২৫
নীড় পাতা / জাতীয় / বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করায় কৃতজ্ঞতা

বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করায় কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার এ ভূষিত করাই ভারতের প্রধানমন্ত্রী ও সরকারকে কৃতজ্ঞতা জানালেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬মার্চ )বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১০ দিন ব্যাপি অনুষ্ঠানের শেষ দিনে সভাপতির বক্তব্যে এ কৃতজ্ঞতা জানান তিনি।

শেখ হাসিনা বলেন, গান্ধীর অনুসারীকেই ভারতের এই পুরস্কার দিয়ে ভারত আমাদেরকে সম্মানিত করেছে। মুক্তিযুদ্ধে ভারতের অবদান আমরা সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আজকের এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থেকে আমাদের আয়োজনকে মহিমান্বিত করেছেন।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …