সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন

বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন

নিউজ ডেস্ক:
উপমহাদেশের দুই মহান নেতা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী স্মরণে ঢাকায় ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’ উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যৌথভাবে শুক্রবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

এর আগে দুই প্রধানমন্ত্রী গত ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে ভার্চ্যুয়াল সম্মেলনে এ প্রদর্শনী উদ্বোধন করেন। বাংলাদেশের পর এ প্রদর্শনী যাবে জাতিসংঘে। এরপর ২০২২ সালে কলকাতায় প্রদর্শিত হবে।

প্রদর্শনী উদ্বোধনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছালে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উভয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফটোসেশনে অংশ নেন। 

আরও দেখুন

জলাবদ্ধতায় ২ হাজার বিঘা জমির দুই ফসল

চাষাবাদ বন্ধ ১৫ বছর  নিজস্ব প্রতিবেদক:নাটোরের গুরুদাসপুরে বামনকোলা ও গারিষাপাড়া মাঠের প্রায় দুইহাজার বিঘা জমিতে …