নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় জমি নিয়ে সংঘর্ষে মা-ছেলে আহত

বাগাতিপাড়ায় জমি নিয়ে সংঘর্ষে মা-ছেলে আহত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় মা ও ছেলে আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলা তকিনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন, মা মমতাজ বেগম (৫০) এবং ছেলে গোলাম মোর্শেদ (৩২)। আহত মমতাজ বেগমের স্বামী ছইমুদ্দিন জানান, পৈতৃক ৫ কাঠা জমি নিয়ে তার ভাই মজিবুর রহমানের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার সকাল ১০ টার দিকে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার ভাই ও ভাইয়ের পরিবারের লোকজন তাকে মারতে উদ্যত হলে তার ছেলে গোলাম মোর্শেদ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে মারধোর শুরু করে।

এসময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে দেবরের লাঠির আঘাতে মমতাজ বেগম মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি। এবিষয়ে মজিবুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, তকিনগরের মারপিটের ঘটনায় একটি লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও দেখুন

নাটোরের লালপুরে শ্রমিকনেতা মঞ্জুর হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাবেক ভারপ্রাপ্ত …