শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / জাতীয় / আজ এক মিনিট ‘ব্ল্যাক আউট’ থাকবে দেশ

আজ এক মিনিট ‘ব্ল্যাক আউট’ থাকবে দেশ


নিউজ ডেস্ক:
১৯৭১ সালের ২৫ মার্চের বিভীষিকাময় কালরাতের হত্যাযজ্ঞ স্মরণ আজ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। এই ১ মিনিট অন্ধকারে থাকবে পুরো দেশ। পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার শিকার শহিদদের স্মরণে ১ মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখার কর্মসূচি নিয়েছে সরকার। সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ‘কেপিআই’ (কি পয়েন্ট ইন্সটলেশন) ও চলমান যানবাহন এই কর্মসূচির বাইরে থাকবে।

জানা গেছে, এ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে দুষ্কৃতকারীরা কোনো ধরনের নাশকতার পরিকল্পনা করতে না পারে সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১ মিনিট ব্ল্যাক আউটের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদফতর, সব জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …