রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঠাকুরগাঁও / রানীশংকৈল রামপুর হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রানীশংকৈল রামপুর হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নন্দোয়ার ইউনিয়নের রামপুর হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অবিযান চালিয়েছে রানীশংকৈল সহকারী (ভূমি)কমিশনার প্রীতম সাহা।

সে সময় রানীশংকৈল থানার সাব ইন্সপেক্টর  বদিউজ্জামান,এএসআই মাহমুদুল হাসান ও তার সঙ্গীয় ফোর্স,তহসিলদার জাহিরুল ইসলাম সহযোগিতা করেন।

জানা যায়, রানীশংকৈল উপজেলার নন্দোয়ার ইউনিয়নের রামপুর হাটে সরকারি জমির ওপর অবৈধ স্থাপনা সরানোর নোটিশ  দেওয়ার পরও স্থাপনা না সরানোর কারণে বুধবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করার লক্ষ্যে এ অভিযান করেন রানীশংকৈল সহকারী কমিশনার।হাটের জমির ওপর দীর্ঘ দিন ধরে অবৈধ স্থাপনা নির্মান করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে থাকায়।এবং সরকারি আদেশ অমান্য করায় বুধবার অবৈধ স্থাপনা উচ্ছেদের এ অভিযান পরিচালনা করতে বাধ্য হলেন প্রশাসন রানীশংকৈল সহকারী (ভূমি)কমিশনার প্রীতম সাহা।

এ অভিযান পরিচালনা কালে ১একর ৫৫.শতাংশ জমির উপর নির্মিত ১৫০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বলে জানা যায়। 

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …