রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে বিশ্ব যক্ষা দিবস পালিত

নাটোরে বিশ্ব যক্ষা দিবস পালিত

“মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে পালিত হয়েছে বিশ্ব যক্ষা দিবস। এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। নাটাব ও ব্র্যাকের সহযোগিতায় সিভিল সার্জন অফিসের সার্বিক তত্বাবধানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ফিরে যায়। পরে সেখানে আয়োজন করা হয় এক আলোচনা সভার। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এস এম জাকির হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবুর রহমান নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুর রহমান চিনু, ব্যাক জেলা ম্যানেজার আবুল বাশারসহ অন্যান্যরা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …