নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে যুবলীগ নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, ২২ মার্চ দিবাগত রাত আনুমানিক ১১ টায় উপজেলার বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে জোবায়ের আহম্মেদ ও আব্দুল জোব্বারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ভয়াবহ অগ্নিকান্ডে ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকাসহ ২৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে যুবলীগ নেতা জোবায়ের আহম্মেদ দাবি করেন। এ অগ্নিকান্ড ঘটনার পূর্বে তাদের বাড়ির দরজার ছিটকানি লাগিয়ে দেয়া হয়েছিলো। গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বাড়ির লোকজন চমকে উঠে চিৎকার শুরু করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্ত যুবলীগ নেতা জোবায়ের আহম্মেদ বলেন, কেবা কাহারা শত্রুতামূলকভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। স্থানীয়রা জানিয়েছে, এটা শত্রুতামূলক অগ্নিকান্ডের ঘটনা। এই গ্রামে এরপূর্বে অনেকবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাদের কোনো শাস্তি হয়নি। একটি চক্র মাঝে মধ্যেই অগ্নিকান্ডের ঘটনা ঘটায়।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …