রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শত মিনিটের প্রীতি ফুটবল টুর্নামেন্ট

নওগাঁয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শত মিনিটের প্রীতি ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে শত মিনিটের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইলেকট্রনিক মিডিয়া ট্রাইব্রেকারে ৩-২ গোলে প্রিন্ট মিডিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ররিবার (২১ মার্চ) বিকেলে জেলা প্রেসক্লাবের আয়োজনে নওগাঁ স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় খেলা শুরু হয়। ৫০ মিনিটের প্রথম রাউন্ডে কোন গোল হয়নি। দ্বিতীয় রাউন্ডের মাঝামাঝি সময়ে ইলেকট্রনিক মিডিয়ার পক্ষে পাভেল ১টি গোল করে। এর ১৫ মিনিট পর প্রিন্ট মিডিয়ার পক্ষে সুমন ১টি গোল দিয়ে সমতা অজর্ন করে। নির্ধারিত সময়ে খেলা শেষে ড্র হয়।

ট্রাইব্রেকারে ইলেকট্রনিক মিডিয়া ৩-২ গোলে প্রিন্ট মিডিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যাচ অফ দ্যা ম্যাচ হন আরটিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সোহাগ।

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সংবাদকর্মীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন- জেলা প্রশাসক হারুন অর রশীদ।

এসময় প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ মনির সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ জেলা ইউনিট সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ, মুক্তিযোদ্ধা গোলাম সামদানি, শত মিনিটের প্রীতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক আব্দুর রউফ পাভেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …