সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের দিঘাপতিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক রাজু নামে এক সোনালী ব্যাংক কর্মকর্তার নিহত হয়েছে। আজ সোমবার সকাল দশটার দিকে দিঘাপতিয়া ওয়াই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুর রাজ্জাক উপজেলার শিবদুর গ্রামের মোহাম্মদ নাজির আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনালী ব্যাংক কর্মকর্তা ও আব্দুর রাজ্জাক বনপাড়া সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন। সোমবার সকালে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এসময় ওয়াই মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাকের মৃত্যু ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …