রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময়

সিংড়ায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার সিংড়া উপজেলা কৃষি হলরুমে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গির আলম প্রমুখ।

উপস্থিত ছিলেন, জেলা সমন্বকারী মুজিবুর রহমান, জেলা প্রকল্প অফিসার মাহফুজুর রহমান ও উপজেলা সমন্বকারী সৈয়দা তাহেরা খানম।

বক্তারা বাংলাদেশ নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন -২০০৯) ৯০ বি মোতাবেক সকল কমিটিতে ৩৩% নারী অন্তর্ভুক্তি ২০২৫ সালের মধ্য কার্যকর করার জন্য দাবি জানান।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …