সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ

নাটোরে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ হেড কোয়াটার্সের নির্দেশনায় সারা দেশের মত নাটোরেও মাস্ক বিতরণ শুরু করেছে জেলা পুলিশ। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় এই মাস্ক বিতরনের উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন, পৌর মেযর উমা চৌধুরী জলি সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

এ সময় পুলিশ সুপার বলেন, নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এই করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর পুলিশ সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থেকে কাজ করেছে। এখনও পুলিশ সাধারনের পাশে থেকে কাজ করবে। সেই লক্ষ্যে মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ শুরু করেছে। জেলার ৭টি উপজেলায় মোট ৭০ হাজার মাস্ক আজ বিতরণ করা হবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …