নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার লালপুর ত্রিমোহনী বাজার এলাকায় এই মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরিমল কুন্ডু সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন ও পথসভায় একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী সমাবেশে বক্তারা সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী মানুষের বাড়িঘরে হামলা লুটতরাজ মন্দির ভাঙচুরকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী জানান, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এই বাংলাদেশে বঙ্গবন্ধুর বাংলাদেশ। এইখানে কোন গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে আমরা তার সহ্য করব না। আমরা তার দাঁতভাঙ্গা জবাব দেবো। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালপুর উপজেলা শাখা এই কর্মসূচি পালন করে।
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত
আরও দেখুন
সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন
নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …