সোমবার , জানুয়ারি ৬ ২০২৫
নীড় পাতা / জাতীয় / ২৫ মার্চ এক মিনিট অন্ধকারে থাকবে গোটা দেশ

২৫ মার্চ এক মিনিট অন্ধকারে থাকবে গোটা দেশ

নিউজ ডেস্ক:
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা স্মরণে সারা দেশ এক মিনিটের জন্য ব্ল্যাকআউট (অন্ধকার) থাকবে। ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এ প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। তবে কেপিআই বা জরুরি স্থাপনাগুলো এই ব্ল্যাকআউট আওতার বাইরে থাকবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি পালনে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় সভার কার্যবিবরণীতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুত্ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করবেন।

আরও দেখুন

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ সরকারি সহায়তায়

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, উপজেলায় ৩৯৮৪ টি কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার …