রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সুনামগঞ্জে হিন্দু পল্লী ও মন্দিরে হামলার প্রতিবাদে নাটোরে হিন্দু মহাজোটের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

সুনামগঞ্জে হিন্দু পল্লী ও মন্দিরে হামলার প্রতিবাদে নাটোরে হিন্দু মহাজোটের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জে হিন্দু-অধ্যুষিত ৮৮ বাড়ি ও হিন্দু মন্দিরে হামলার প্রতিবাদ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে হিন্দু মহাজোট ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বর্তমান সরকারের কাছে তারা অবিলম্বে দ্রুত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচার দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুমকি প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সুবাষ চন্দ্র সরকার, নাটোর যুব মহাজোট এর ভারপ্রাপ্ত সভাপতি চন্দন কুমার নাগ, হিন্দু মহাজোট নাটোর জেলার সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার প্রমূখ।

আরও দেখুন

গাছের সাথে বেঁধে নির্যাতন-আসামি গ্রেফতারে অনীহা পুলিশের

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:নাটোরের বাগাতিপাড়ার কৈচরপাড়া গ্রামে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে নির্যাতন ও …