রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আন্তর্জাতিক / স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১০৯ অ্যাম্বুলেন্স উপহার দেবেন মোদি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১০৯ অ্যাম্বুলেন্স উপহার দেবেন মোদি

নিউজ ডেস্ক:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আসন্ন ঢাকা সফরে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এই খবর জানিয়েছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করে বিষয়টি জানান।

বুধবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১০৯টির মধ্যে চারটি অ্যাম্বুলেন্স সিলেটে দেয়া হবে। বাকিগুলো অন্যান্য জেলায় বিতরণ করা হবে।

স্বাধীনতার ৫০ বছরপূর্তি বা সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী। সফরকালে তিনি সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়ও।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …