শনিবার , জানুয়ারি ৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

বড়াইগ্রামে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, ওসি আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি বক্তব্য রাখেন।

সভায় ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, আনিসুর রহমান, নীলুফার ইয়াসমিন, মমিন আলী, তোজাম্মেল হক, আব্দুল আলীম ও আব্দুস সালাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …