সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর ম্যুরাল উপহার চীনের

প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর ম্যুরাল উপহার চীনের


নিউজ ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিতলের তৈরি একটি বঙ্গবন্ধুর ম্যুরাল প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছে চীন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং ম্যুরাল হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের ব্রিফ করেন। চীনের রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে বাংলাদেশকে করোনাভাইরাস ভ্যাকসিনের ১ লাখ ডোজ প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর শুভেচ্ছাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।

সুইডেন বাংলাদেশের ক্লিন এনার্জি খাতে বিনিয়োগ করতে আগ্রহী : সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা মন্ত্রী পের ওলসন ফ্রিধ বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের জ্বালানি খাতে বিশেষত ক্লিন এনার্জিতে বিনিয়োগ করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন। 

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …