নিজস্ব প্রতিবেদক, লালপুর:
বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব চিনিকল ও পাটকল চালু ও আধুনিকায়ন করণ সহ আখচাষীদের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে নাটোরের লালপুরে অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ এর নেতা-কর্মীরা ।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার গোপালপুর-সালামপুর সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলের ক্যান্টিন গেট সংলগ্ন শহীদ আব্দুস সালাম স্মৃতি সৌধ এর পাদদেশে এ কর্মসূচি পালন করা হয় । বাংলাদেশ আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস শাখার প্রধান সমন্বয়ক সুকুমার চন্দ্র সরকারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ এর প্রধান সমন্বয়ক ইব্রাহীম খলিল।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রউফ সরকার, আখচাষী নেতা মাষ্টার মতিউর রহমান, আব্দুস সামাদ, হাফিজুর রহমান মাষ্টার, কার্তিক চন্দ্র প্রামানিক, শফি কামাল, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, ফরহাদ হোসেন প্রমূখ।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …