সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

লালপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
“মুজিববর্ষে শপথ করি প্লাস্টিক দুষণ রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও ক্যাব এর আয়োজন বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, ক্যাব এর লালপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক খন্দকার আমিনুল ইসলাম রেজা, সদস্য এ কে আজাদ সেন্টু, আবু মোত্তালেব রায়হান, লালপুর বাজার বণিক সমিতির সভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল, নাটোর জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর প্রমুখ।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। 

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …