শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

বাগাতিপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখার সহযোগীতায় ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১’ উপলক্ষে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে বড়াল সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল’র সভাপত্বিতে এই সভা অনুষ্ঠিত হয়।

“মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্য বিষয়ে আলোচনায় অংশ গ্রহন করেন, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অন্যনা, উপজেলা কৃষি অফিসার মমরেজ আলী, ‘ক্যাব’ অত্র শাখার সহ-সভাপতি রেজাউন্নবী রেনু, সেক্রেটারী আরিফুল ইসলাম তপু, প্রচার সম্পাদক ফজলুর রহমান, বাগাতিপাড়া প্রেসক্লাব সেক্রেটারী (ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম, বাগাতিপাড়া বিএম কলেজের অধ্যক্ষ শরিফ উদ্দিন আহম্মেদ, বাগাতিপাড়া পৌর আ’লীগের সভাপতি সাংবাদিক আব্দুল বারী, লক্ষণহাটি হাইস্কুল শিক্ষক আলমগীর হোসাইন প্রমুখ।

এসময় ক্যাব বাগাতিপাড়া শাখার পক্ষ থেকে ভোক্তা অধিকার সম্পর্কিত বিভিন্ন প্রচার পত্র উপস্থিত সকলের মধ্যে বিতরণ করা হয়।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …