নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর থেকে ইয়াবাসহ আল আমিন(২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। ১৪ মার্চ রবিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার নওপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে ১৮৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক আল আমিন রাজশাহী জেলার বাঘা উপজেলার পলাশী ফতেপুর গ্রামের হাবলু শেখের ছেলে।
র্যাব-৫ , রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্প প্রেরিত বিশেষ প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা এর, নেতৃত্বে অদ্য ১৪ মার্চ রবিবার রাত পৌনে আটটার দিকে লালপুর উপজেলার নওপাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা বিক্রয় কালে ১৮৫ পিস ইয়াবা এবং বিক্রয়লব্ধ নগদ ১৫৫০ টাকা সহ আল আমিন(২০) কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন কে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …