নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ছাত্রাবাসে মঈনুল ইসলাম (৩০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। জানা গেছে, নাটোর জেলার সিংড়া উপজেলার গুটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে নন্দীগ্রামে একটি ঔষধের দোকানে চাকুরী করতো।
সে নন্দীগ্রাম রহমান নগর মিলি ছাত্রাবাসে ভাড়া থাকতো। সে ১৩ মার্চ দিবাগত রাতে যেকোনো সময় বিষপান করে আত্মহত্যা করে। ১৪ মার্চ সকালে কাজের বুয়া তার রুমের দরজার সামনে এসে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পায়নি। পরে ওই ছাত্রাবাসের মালিক এসে দরজা খুলে দেখে ঘরের ভিতরে তার মরদেহ পড়ে আছে।
এ খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বলেছে, সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পূর্বে সে চিরকুট লিখে গেছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি না’। তার পরিবারের লোকজন উপস্থিত না থাকায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় ইউডি মামলা হয়নি।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …