নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ৪ জুয়াড়িসহ ৭ জন গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ১১ মার্চ দিবাগত রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামে নলকূপ ঘরে জুয়া খেলার সময় ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করে। সে সময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, বীরপলি গ্রামের আব্দুল কাদেরের ছেলে রায়হান আলী (২৬), বেলাল হোসেনের ছেলে ফারুক হোসেন (২৫), চাপিলাপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আব্দুল আলিম (২৪) ও শাজাহানপুর উপজেলার সাদরা গ্রামের মোজাহার আলীর ছেলে ইব্রাহিম হোসেন (২৫)। অপরদিকে একই রাতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের নিজামতকুড়ি গ্রামবাসী বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামের নুরুজ্জামানের ছেলে মানিক মিয়া (২০), কাহালু উপজেলার স্যাকাহাট গ্রামের আব্দুস সামাদের ছেলে সাহেব আলী (২৫) ও গাবতলী উপজেলার জাতহালিদা গ্রামের হাবু মন্ডলের ছেলে মমিনুল হক (২৮) কে আটক করে।
পরে তাদেরকে থানা পুলিশের নিকট সোপর্দ করে। ১২ মার্চ থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …