শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ২৪০ বস্তা সার উদ্ধার

সিংড়ায় ২৪০ বস্তা সার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজার থেকে ২৪০ বস্তা চোরাই সার উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। শনিবার রাতে বোয়ালিয়া বাজারের ইদ্রিস সরকারের দোকান থেকে সার গুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ব্যবসায়ী ইদ্রিস সরকারকে আটক করা হয়েছে।

সিংড়া থানার উপ-পরিদর্শক ইলিয়াস কবির জানান, গত ২১ আগষ্ট রাজধানীর আমিন বাজারের সার ব্যবসায়ী রিয়াজের কাছ থেকে ৪০০ বস্তা পটাশ সার নিয়ে ট্রাক ড্রাইভার নুরুল হুদা রওয়ানা হয়। ট্রাকের নম্বর ই-১১-২১০৪ পরে তাদের সাথে কোন যোগাযোগ না করতে পেরে সাভার থানায় ঐ ব্যবসায়ী একটি সাধারণ ডায়েরী করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোয়ালিয়া বাজার থেকে সারগুলো উদ্ধার করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সারগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …