রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ৫৭ হাজার শিক্ষক নিয়োগের প্রাথমিক কাজ শুরু

৫৭ হাজার শিক্ষক নিয়োগের প্রাথমিক কাজ শুরু

নিউজ ডেস্ক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৭ হাজার শিক্ষক নিয়োগে প্রাথমিক কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তৃতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি শুরু করেছে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংশ্নিষ্ট মাধ্যমে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে এনটিআরসিএর চেয়ারম্যান আশরাফ উদ্দিন গতকাল মঙ্গলবার বলেন, সারাদেশে বেসরকারি বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৭ হাজার শিক্ষক নিয়োগের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত পেয়েছি। বর্তমানে এ বিষয়ে প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তৃতীয় ধাপের কাজ শেষ হলে চতুর্থ ধাপে সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শূন্য পদের তালিকা সংগ্রহ কাজ শুরু করা হবে।

গত দুই বছর আগে নিয়োগ পাওয়া ১২৮৪ জন শিক্ষকের সমস্যা সমাধান করছি। ইতোমধ্যে সবার এমপিওভুক্তির কাজ শেষ হয়েছে।

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …