বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে ৮ লাখ টাকার মাছ নিধন

নন্দীগ্রামে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে ৮ লাখ টাকার মাছ নিধন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে ৮ লাখ টাকার মাছ নিধন হয়েছে। জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য আব্দুল হাকিমের মালিকানাধীন ভূস্কুর মৌজার ১৯৬ দাগের ১ একর ৫৪ শতক পরিমাণের পুকুরে সে নিজেই মাছ চাষ করে আসছে। সেই পুকুরে পাবদা, রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছ ছিলো।

এমতাবস্থায় ৯ মার্চ দিবাগত গভীর রাতে কেবা কাহারা পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে আনুমানিক ৮ লাখ টাকার মাছ মরে ভেসে উঠে। খবর পেয়ে ১০ মার্চ দুপুরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে থানার এসআই শাহ সুলতান জানান, মাছ চাষী আব্দুল হাকিমের পুকুরে কেবা কাহারা শত্রুতামূলকভাবে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে। এতে তিনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ চাষী আব্দুল হাকিম বলেন, আমি কখনো কারো ক্ষতি করিনি তবুও কেবা কাহারা শত্রুতামূলকভাবে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে আমার আনুমানিক ৮ লাখ টাকার মাছ ক্ষতি সাধন করেছে। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

স্থানীয়রা জানান, অনেকদিন ধরেই এই এলাকায় কেবা কাহারা পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগসহ খড়ের পালায় অগ্নিসংযোগ করার ঘটনা ঘটিয়ে আসছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …