সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে যুবক আটক

হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রবিউল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিপি ক্যাম্পের সুবেদার সোলাইমান আলী। আজ বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার সময় হিলি রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।

হিলি সিপি ক্যাম্পের সুবেদার সোলাইমান আলী জানান যায়, আটককৃত রবিউল ইসলাম গত ৫দিন আগে হিলি সীমান্তের চুড়িপট্রি ফুটবল খেলার বড় মাঠ এলাকা দিয়ে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে প্রবেশ করে।

আজ ওই সীমান্তে কর্তব্যরত নায়েক সুবেদার টিটুর নেতৃত্বে সৈনিক সাইফুল ইসলাম তাকে আটক করেন। আটককৃত যুবক সীমান্তের বালুচর এলাকার হাসান আলীর ছেলে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …