সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বঙ্গবন্ধুর জন্মদিনে শুরু হচ্ছে বিমানের চট্টগ্রাম-সিলেট ফ্লাইট

বঙ্গবন্ধুর জন্মদিনে শুরু হচ্ছে বিমানের চট্টগ্রাম-সিলেট ফ্লাইট


নিউজ ডেস্ক:
মুজিববর্ষকে স্মরণীয় বরণীয় করে রাখতে বিমান চালু করতে যাচ্ছে সিলেট থেকে চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট। আগামী ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে বিমান। এদিন থেকে বন্দর নগরী চট্টগ্রাম ও পুণ্যভূমি সিলেটের মধ্যে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করা হবে। এ বিষয়ে জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক খন্দকার তাহেরা জানিয়েছেন, যাত্রীদের চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক বিষয়াদির কথা বিবেচনায় বিমান চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে যা দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ইতিহাসে এই প্রথম। বিমান যাত্রী সাধারণের উন্নত সেবা দিতে বদ্ধপরিকর। আশা করা যাচ্ছে এর ফলে দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন তৈরি হবে। চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকেট বিমানের মোবাইল এ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস্ কাউন্টার থেকে ক্রয় করা যাবে।

এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল দৈনিক জনকণ্ঠকে বলেন, ১৭ মার্চ, ২৬ মার্চ, ও ৭ মার্চ একই সূত্রে গাথা। প্রতিটি দিবসেরই ঐতিহাসিক তাৎপর্য ও আবেদন রয়েছে। বিমানও সেই দৃষ্টিকোণ থেকেই এসব দিনে বিশেষ বিশেষ কর্মসূচী ও প্যাকেজ নিয়ে থাকে। যাত্রীদের সেবায় বিমান সূচনা লগ্ন থেকেই আন্তরিক ও অতিথিপরায়ণ। এটা অতীতে যেমন ছিল ভবিষ্যতেও থাকবে। এসব দিবসকে স্মরণীয় বরণীয় করে রাখতে বিমান আরও কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। সিলেট চট্টগ্রাম রুটে ফ্লাইটে বিমান ভাল সাড়া পাবে বলে আশা করছি।  

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …