নিজস্ব প্রতিবেদক, হিলি ( দিনাজপুর):
দিনাজপুরের হিলিতে ৩ ভুয়া চিকিৎসককে কারাদন্ড ও তাদের চেম্বারগুলো বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
আজ সোমবার সন্ধ্যায় হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তিনি ৩ ভূয়া চিকিৎসককে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং তাদের চেম্বারগুলো বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম জানান, বেশ কিছুদিন ধরেই অভিযোগ ছিল, হিলি বাজারের মন্ডল ফার্মেসির স্বত্বাধিকারি সেকেনদার আলী মন্ডল, মাসুদা ফামেসীর স্বত্বাধিকারি মিনহাজুল রহমান ও সাহেদা ফামেসীর স্বত্বাধিকারি মাহবুবুর রহমান নামে ৩ ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখতেন। কিন্তু তারা চিকিৎসক নন। তাদের প্রত্যেককে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও চেম্বার ৩টি বন্ধ করে দেওয়া হয়েছে।