নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই স্লোগানে “করোনাজালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সোমবার (৮মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান শীর্ষক আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য কৃষ্ণা দেবী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা বিগত করোনা পরিস্থিতিতে উপলব্ধি করেছি যে পরিচালনার কাজটি নারীদের চেয়ে ভাল আর কেউ করতে পারে না, যদি পাশে একজন পুরুষ দাঁড়ানো থাকে। কিন্তু নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য নারীদেরকে শিক্ষা দীক্ষায় এগিয়ে আসতে হবে।
আরও দেখুন
নর্থ বেঙ্গল চিনিকলে আখ মাড়াই ও চিনি উৎপাদন
১২ ঘন্টা বন্ধ নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,লালপুর,নাটোর,১৬ নভেম্বর:নাটোরের লালপুর উপজেলার গোপালপুর চিনিকলে আখ মাড়াই চালুর …